ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু
প্রকাশিত : ১০ মে ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মোহাম্মদ আলী (১৪) নামের ওই কিশোর পেশায় হোটেল শ্রমিক । সে দেবেরগাওঁ গ্রামের আব্দুল মনাফের পুত্র ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ মে) দুপুরের দিকে জাউয়া বাজারের সাজিদ মিয়ার হোটেলের পেছনে সরকারি টিউবওয়েল থেকে পানি আনতে যায় মোহাম্মদ আলী । সেখানে টিউবয়েলে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিয়ে হোটেলের জন্য পানি আনতে গেলে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারের লিকেজে শর্ট সার্কিট হয়ে গুরুতর আহত হয়।
এদিকে, আহত অবস্থায় প্রথমে স্থানীয় প্রাইভেট চিকিৎসা থেকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ছাতকে থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মাদ মাঈনুল জাকির জানান, নিহত কিশোরের ময়নাতদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।