মাধবপুরে ধান কাটতে গিয়ে শিয়াল ছানার মৃত্যু
প্রকাশিত : ১১ মে ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে গিয়ে শিয়াল ছানার মৃত্যু হয়েছে। এলাকা সুত্রে জানা যায়, বুধবার (১০ মে) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের মাঠে একটি ধানের জমিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার সময় লুকিয়ে থাকায় ৫টি শিয়ালের ছানা মেশিনের সাথে সংঘর্ষে মারা গিয়েছে। এই এলাকার স্থানীয় এক সাংবাদিক এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ব্যাপারে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন,এ বিষয়টি আমরা গুরত্বের সাথে তদন্ত করে দেখব।শিয়ালে ছানা কারো ইচ্ছাকৃত অবহেলা কারণে মৃত্যু হইলে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়ে হবে।