দক্ষিণ কোরিয়া ছাড়ল ১৩ হাজার অবৈধ অভিবাসী
প্রকাশিত : ১৬ মে ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
গত দুই মাসে দক্ষিণ কোরিয়া ছেড়েছে প্রায় ১৩ হাজার অবৈধ অভিবাসী। সম্প্রতি দেশটির অভিবাসন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, করোনা পরবর্তী গত বছরের অক্টোবর মাস থেকে দেশটির সরকার দক্ষিণ কোরিয়াতে অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে আটক অভিযান শুরু করে। গত ২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সর্বশেষ আটক অভিযানে ১৩ হাজার অবৈধ অভিবাসীকে আটক করে দেশটির আইনশৃংঙ্খলা বাহিনী। এ সময় দেশটির বিনোদন পরিষেবাসহ বিভিন্ন ফ্যাক্টরি, কলকারখানা, হোটেল-মোটেল, রেস্টুরেন্ট, বাজার ও ট্রেন-বাস স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।
দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, আটক অভিযানে ২০৮ জনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৫ হাজার ২৪৭ জন অবৈধ অভিবাসীকে জরিমানা ছাড়া স্বেচ্ছায় দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে ১ হাজার ৭০১ জন কোরিয়ান নিয়োগকর্তাকে অবৈধ অভিবাসি রাখার দায়ে এবং ১২ জন অবৈধ কর্মসংস্থান দালালকে আটক করে জরিমানা করা হয়েছে।