চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে তারকাদের শোক
প্রকাশিত : ১৬ মে ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
খ্যাতিমান চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঢাকার শোবিজ পাড়ায় শোক নেমে আসে। শোবিজ তারকাদের অনেকেই ফেসবুকে লেখেন শোকবার্তা, জানান শ্রদ্ধা।
ববিতা : চিত্রনায়ক ফারুকের মৃত্যুর খবরে নায়িকা ফরিদা আক্তার পপি (ববিতা) জানালেন, এই নায়কের প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। ফারুকের মৃত্যুর খবর আসার পর তাকে নিয়ে কথা বলতেই কেঁদে ফেলেন ববিতা। পরে কিছুটা সামলে নিয়ে কান্নাভেজা কণ্ঠে স্মৃতির ঝাঁপি মেলে ধরেন। তার কথায় উঠে আসে দুই শিল্পীর পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ ও শুটিংয়ের সময়ের নানা খুনসুটির অজানা গল্প। সকালে ফারুক ভাইয়ের মৃত্যু খবরটি জানার পর থেকেই আমি ভীষণ মর্মাহত। ৫-৬ দিন আগে ফারুক ভাইয়ের স্ত্রীর বোনের সঙ্গে আমার দেখা হয়েছে। তখন তিনি বলেছিলেন, ‘ফারুক ভাইয়ের অবস্থা ভালোর দিকে। উনি দেশে চলে আসবেন। ওনার পায়ে ব্লাড সার্কুলেশনের একটু সমস্যা হচ্ছে। এটা শুনে মনে হয়েছিল, ফারুক ভাই আমাদের মধ্যে ফিরে আসবেন। কিন্তু এখন তো সব শেষ হয়ে গেল। এটা মেনে নিতে পারছি না। ফারুক ভাইয়ের মৃত্যুর খবরটি মেনে নিতে পারছি না। এখন তো আর কিছু বলার নেই। শুধু আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
ইলিয়াস কাঞ্চন : নায়ক ফারুকের ছবি দেখে অভিনয়ে এসেছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সদ্য প্রয়াত বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের স্মৃতিচারণা করে এসব কথা বলেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এখন আমরাও মৃত্যুর অপেক্ষায় দিন গুনছি। কখন যে চলে যাই বুঝতে পারছি না। বলতে গেলে সবাই চলে যাচ্ছে। রাজ্জাক ভাই, ফারুক ভাই, জাফর ইকবাল- মানুষগুলো যখন ছিল তখন চলচ্চিত্রের সুদিন ছিল।’ তিনি বলেন, আমি নিজেও ফারুক ভাইয়ের ছবি দেখে চলচ্চিত্রে এসেছি। ফারুক ভাই যেসব ছবিতে অভিনয় করেছেন সেগুলো সত্যি অসাধারণ। কোনোভাবেই চিন্তা করা যায় না। কথার এক ফাঁকে বলেন, ‘গোলাপী এখন ট্রেনে, নয়নমণি, লাঠিয়াল ছবিগুলো যে আবেদন সেগুলো সত্যি ভীষণ বাস্তব। চরিত্রগুলোকে মানুষ ভালোবাসত। সেই সময় মানুষ এসব ছবির জন্যই হলে যেত।’
শাকিব খান : নায়ক ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক শাকিব খান। গতকাল দুপুরে শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, যতদিন তিনি সুস্থ-সবল ছিলেন, ততদিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন। তিনি আরও লিখেছেন, আমার যেকোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিসিয়েট করে গর্বিত হতেন। আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।
তারিন জাহান : অভিনেত্রী তারিন জাহান লেখেন, দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ঘণ্টা দুয়েক আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ভাই।
মিশা সওদাগর : অভিনেতা মিশা সওদাগরের শোকবার্তায় লিখেছেন- ‘বিদায় মিয়াভাই’। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ভাই নিজের স্ট্যাটাসে চিত্রনায়ক ফারুকের সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছেন মিশা।
বিজরী বরকতুল্লাহ : এই অভিনেত্রী লেখেন, কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা নায়ক ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আল্লাহ তার সব গুনাহ মাফ করে জান্নাত দান করুন, আমিন।
অনন্ত জলিল : হালের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল লিখেছেন, প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রাখা ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক (আমাদের ফারুক ভাই)। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
জাহারা মিতু : চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, বিটিভিতে আপনার ছবি দেখে বড় হয়েছি। গ্রাম্য ছেলের ভূমিকায় কি অনবদ্য আপনি। আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক।
জাকির হোসেন রাজু : চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু তার ফেসবুকের টাইমলাইনে লিখেছেন, বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত, তুমুল জনপ্রিয় নায়ক ফারুক ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে স্তব্ধ হয়ে থাকলাম কিছুক্ষণ। মৃত্যু অনিবার্য, তবু মৃত্যু আমার ভালো লাগে না। এই সংবাদটি শুনলেই মন খারাপ হয়ে যায়। যে মানুষটি মৃত্যুবরণ করেন, হাজার চেষ্টা করলেও তার সঙ্গে আর কোনো দিন কথা বলা যাবে না, পৃথিবীর কোনো প্রযুক্তির মাধ্যমেও আর জানা যাবে না, মানুষটি কেমন আছেন! কী ভীষণ অসহায় আমরা মৃত্যুর কাছে। এই নির্মাতার প্রথম দুটি সিনেমাতেই অভিনয় করেছিলেন ফারুক। নিজের চলচ্চিত্রের শুটিংয়ের একটি ছবি দিয়ে সেই স্মৃতি মনে করে রাজু লিখেছেন, আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘জীবন সংসার’ দ্বিতীয় চলচ্চিত্র ‘এ জীবন তোমার আমার’-এর নায়ক ফারুক ভাই। শত শত মধুর স্মৃতি তার সঙ্গে। যেসব স্মৃতি সিনেমার গল্পের চেয়েও মধুর। কোনো এক দিন সেসব স্মৃতি নিয়ে বিশদভাবে লিখব। আজ শুধু বলব, পরপারে ভালো থাকবেন ফারুক ভাই। আল্লাহ যেন আপনার দোষত্রুটি ক্ষমা করে আপনাকে জান্নাতবাসী করেন। আপনার পরিবারের সবাইকে শোক সইবার শক্তি দেন। আমিন।
জায়েদ খান : চিত্রনায়ক জায়েদ খান ফারুকের সঙ্গে নিজের একটি ছবির সঙ্গে শোক জানিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, এতক্ষণ কিছু লিখিনি, কারণ মনে হয়েছে আপনি বেঁচে আছেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে চলে গেলেন। এটা তো কথা ছিল না। বলেছিলেন- জায়েদ আসতেছি, আড্ডা হবে। এখনও বিশ্বাস হচ্ছে না আপনি নেই।
এ ছাড়া শোক বার্তায় অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘বিদায় নায়ক ফারুক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি হোক।’ শাহনাজ খুশি লেখেন, ‘শোক এবং শ্রদ্ধা। না ফেরার দেশে, সবার নায়ক ফারুক।’ চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন। এ ছাড়া আরও অনেকে শোক প্রকাশ করেছেন।