২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা
প্রকাশিত : ১৮ মে ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী যথবারই ক্ষমতায় আসেন ততবারই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করেন। সিলেট সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র না থাকা সত্ত্বেও নগরীর উন্নয়নে বিএনপির মেয়র আরিফুল হক চৌধুরীকে কোটি কোটি টাকা দিয়েছেন উন্নয়ন করার জন্য। কিন্তু তিনি সেই টাকা দিয়ে কি উন্নয়ন করেছেন তা আপনারাই ভালো জানেন। অল্প বৃষ্টিতেই নগরী তলীয়ে যায়। বিভিন্ন ওয়ার্ডের রাস্তার বেহাল দশা।
নগরবাসীর দূর্ভোগের শেষ নেই। তাই নগরীর উন্নয়য়ে আগামী ২১ জুনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে হবে। আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন।
তিনি বুধবার (১৭ মে) রাতে ২৭নং ওয়ার্ডের গোঠাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থনে সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।
২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছয়েফ খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলুর পরিচালনায় বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হেলাল বক্ত, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য কাউন্সিলর মো. আজম খান, সদস্য কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সদস্য খলিল আহমেদ, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ কয়েছ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মইনুল হোসেন, দৈনিক জাগ্রত সিলেট এর সম্পাদক শেখ মুর্শেদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ইরান, আনছার আহমেদ কয়েছ, সেলিম আহমেদ শেমিম, বদরুল ইসলাম, আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, মুহিবুর রহমান শাহাজাহান, সালিক খান অধ্যক্ষ আমিরুল আলম খান দুলাল, রিয়াজ উদ্দিন, সামসুল ইসলাম, জাকিরুল আলম জাকির, আব্দুল আহাদ, জুয়েল আহমেদ, ফয়ছল আহমদ, বিলাল আহমেদ, এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, মইনুল হোসেন, মোস্তাক খান, শেখ সুহেল আহমেদ কবির, এনামুল হক এনাম, শওকত, আব্দুস সালাম উজ্জ্বল, আলী, আব্দুল মতিন চৌধুরী, এনামুর রহমান, জয়নাল আহমেদ ঝানু, বিনেশ কর দুলু, আব্দুল আহাদ, মাহবুব আলম মজনু, শহিদুল ইসলাম, রিজওয়ান খান, শুভ রাজ, নেওয়াজ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা শাহাজান খান। গীতা পাঠ করেন এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ।