কমলগঞ্জে গাছে ট্রেনের ধাক্কা, উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত
প্রকাশিত : ২০ মে ২০২৩ ১:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২০ মে) ভোর ৪টা ৫০ এর দিকে এ দুর্ঘটনা ঘটে।
আন্তনগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, বনের ভেতর ঝড়ে একটি গাছ রেললাইনের ওপর পড়ে ছিল। ট্রেনটি সেই গাছে ধাক্কা দিলে এর ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই উদ্ধার কাজ শুরু হবে।