‘এ শহর খুঁজে পাক যাযাবর পাখনা’
প্রকাশিত : ২০ মে ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
শোবিজের তারকাদের সঙ্গে ভক্তদের যোগাযোগের সহজ একটি পথ সামাজিক যোগাযোগমাধ্যম। সেখানে তারা তাদের কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কথাও বলে থাকেন। আবার অনেক তারকা শিল্পী এই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে থাকেন নতুন নতুন ছবি প্রকাশ করে।
মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে হেপি বাড্ডে… ছবি প্রকাশ করে লিখেছেন ‘ শুভ জন্মদিন জ.ই. মামুন ‘
আপনি যে অনেক ভালো গান করেন এ’কথাটা অনেকেই জানে না। চলেন একসাথে একটা গান রেকর্ড করে ফেলি
সঙ্গীতশিল্পী নিশিতিা বড়ুয়া নাসির ভাই আর পার্থদার সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন ‘ তই তই তই তই করে আমরা ভডরগর চট্টগ্রাম আই গেলামগই’
নুসরাত ইমরোজ তিশা তার একার কিছুটা সময় ছবিতে বন্দী করে তাতে লিখেছেন ‘ একটু খানি নীল ‘
অভিনেত্রী তাসনিয়া ফারিন সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যানদের জন্য তার নতুন লুকে ছবি প্রকাশ করে লিখেছেন ‘নেত্রী তাসনিয়া ফারিন’
অভিনেত্রী সাবিলা নূর হিমেল হাওয়া নিজেকে ফ্রেমে বন্দী করে লিখেছেন ‘এ শহর খুঁজে পাক যাযাবর পাখনা ’