মাধবপুরে বিদুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত : ২৩ মে ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে সন্তোষ সরকার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে দূর্গাপুর গ্রামের মৃত কুলচন্দ্র সরকারের ছেলে। মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলা আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি ও পারিবারিক সুত্রে জানা যায়, আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রোহী ড্রিংকিং ওয়াটারের গ্যারেজে কাজ করার সময় অসাবধানতার বিদ্যুৎপৃষ্ট হয়।
পরে রোহী ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের লোকজন সন্তোষ কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন।