তাহিরপুরে শাহিদাবাদ বর্ডারহাটের উদ্বোধন
প্রকাশিত : ২৪ মে ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
কয়েকদফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহিদাবাদ বর্ডারহাটটি উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার সীমান্তের বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা (গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস) এলাকার মধ্যবর্তি স্থানে নির্মিত বর্ডারহাটটি উদ্বোধন করেছে দু’ দেশের দায়িত্বশীলগন।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি সামিমা আক্তার খানম,সুনামগঞ্জ ২৮ অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুবুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,পৌর মেয়র নাদের বকত,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগের সভাপতি নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক নোমান বকত পলিন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,ওসি সৈয়দ ইফতেখার হোসেন,বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় বিজিবির কর্মকর্তাসহ বর্ডার হাট পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে ভারতের নিয়োজিত সহকারী হাই কমিশনার ভারতীয় দুতাবাস সিলেট নিরাজ কুমার জাসুয়াল,এমএলএ খাসিয়া হিলস
পিউস মারওয়েল,ভারতের ডেপুটি ডাইরেক্টর (এমআইজেসি)ওয়ার সং,সাউথ ওয়েস্ট খাসী হিল রানীগর এডিসি লিংকর কিংজিং,ডেপুটি কমিশনার সাউথ ওয়েস্ট খাসী হিলস টি লেংগুয়া,মেঘালয় ১৯৩ ব্যাটালিয়ান অধিনায়ক রাজিব শর্মা প্রমুখ।
বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান,এই হাট চালু হওয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ হবার পাশাপাশি এলাকার ব্যবসায়ীরা এর সুফল পাবে।পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের ১৩টি বর্ডার হাট চালু আছে। আশা করছি অন্যান্য হাটের মতই এই হাটের কার্যক্রম চলবে।
উপজেলার পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান,দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই সীমান্তে হাট স্থাপনের সিদ্ধান্ত হয়। এই হাটটি দেশের অন্যান্য হাটের সাথে আরো আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। এখন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বর্ডারহাট চালু হওয়ায় দু-দেশের মধ্যে বন্ধুপূর্ন সম্পর্ক আরও গভীর হল। আর সুসম্পর্ক তৈরী হবে। ব্যবসা বানিজ্য প্রসারিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,হাট চালু হওয়ায় দুই দেশে অনুপ্রবেশ কমে যাবে। অবৈধ পাচারও রোধ হবে। দুই দেশের পণ্য হাটের মাধ্যমে আদান-প্রদান হলে অনেক সমস্যার সমাধান হবে। এমন হাট আরও হলে ভালো হবে। এলাকায় নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।
উপজেলা প্রশাসন সুত্রে ও খোঁজ নিয়ে জানা যায়, ১লা জানুয়ারি ২০১৮সালে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সীমান্তে হাট স্থাপনের সিদ্ধান্ত হয়। ওই দিন এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। সীমান্তের ১২০৩/৭-এস এবং ১২০৩/৮ এর মধ্যবর্তী জিরো লাইনে উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা(গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস)এলাকাতে বর্ডার হাটের স্থান নির্ধারণ করা হয়। সে অনুযায়ী হাট এরিয়ার দৈর্ঘ্য ৭৫ফুট ও প্রস্থ ৭৫ফুট,হাটে বাংলাদেশ অংশে ১২টি এবং ভারতের অংশেও ১২টি দোকান কোটা রয়েছে।
দু’দেশের উভয় প্রান্তে দুটি গেইট তেরী করা হয়েছে। হাটে উভয় দেশ মসলা,মাংস,বনজ দ্রব্য,বাঁশ,লুঙ্গি,সিরামিক সামগ্রী,প্লাস্টিক দ্রব্যদি ও ফলের রসসহ ২৫টি পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে। আর সীমান্ত এলাকার ৫ কিলোমিটারের মধ্যে বসবাসকারী জনগণ হাটটিতে ক্রয়-বিক্রয় অংশগ্রহণ করতে পারবে। বর্ডার হাটে ব্যবসা করতে হলে ব্যবসায়ীদের নির্দিষ্ট কার্ডধারী হতে হবে। কার্ডধারী ব্যতীত অন্য কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ৫০ ইউএস ডলারের বেশী নিয়ে হাটে যাওয়া যাবে না। কবে হাট বসবে,কতক্ষণ চলবে তা উভয় দেশের হাট পরিচালনা কমিটি নির্ধারন করবে।