মোবাইল ফোন নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া, অতঃপর…
প্রকাশিত : ২৪ মে ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরে মোহসিনা বেগম (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৩ মে) গভীর রাতে উপজেলার ঘোলা গ্রামে এই ঘটনা ঘটে। মোহসিনা ওই এলাকার আল মামুনের স্ত্রী।
জানা গেছে, তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হওয়া এই দম্পতির সংসারে দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মোহসিনা বেগমের বাবা রেজাউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার আত্মহত্যার কথা জানানো হয়। মোবাইল ফোনে ভিডিও দেখাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়ার পর রাতে শোয়ার ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে তার স্বামী জানিয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ বুধবার সকালে মরদেহ মর্গে পাঠিয়েছে।