অনুশীলনে আঘাত পেয়ে বডিবিল্ডারের মৃত্যু (ভিডিও)
প্রকাশিত : ২৪ জুলাই ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
অনুশীলনের সময় বারবেলের আঘাতে ইন্দোনেশিয়ার প্রতিভাবান বডিবিল্ডার জাস্টিন ভিকির মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ব বডিবিল্ডিং। দেশটির প্যারাডাইস জিমে অনুশীলনের সময় বড় ধরনের চোট পান ৩৩ বছর বয়সী এই তারকা। খবর মার্কার।
গত শনিবার জিমে অনুশীলনের একটি সেশনে ছিলেন ভিকি। তিনি সে সময় ২০০ কেজির একটি বারবেল দিয়ে অনুশীলন করছিলেন। তার পেছন থেকে তাকে সাহায্য করছিলেন তারই এক সতীর্থ। তবে অপ্রত্যাশিতভাবে সবকিছু পরিকল্পনামাফিক হয়নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিকি বারবেলের ওজন বইতে পারছিলেন না। তিনি দ্রুত বসে পড়েন এবং বারবেলটি তার কাঁধে পড়ে যায় ও পরে গলা হয়ে মাথার দিক থেকে নিচে পড়ে। এতে বড় ধরনের আঘাত পান তিনি।
মেডিক্যাল রিপোর্ট থেকে বলা হয়, বারবেলটি ভিকির মাথায় ভয়াবহভাবে আঘাত করে। তার গলায় চিড় ধরে ও হৃদয়ের সঙ্গে স্নায়ুর যে সমন্বয় ছিল সেখানে বিচ্যুতি ঘটে। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।