২১ আগস্ট থেকে হালকা ব্যাটিংয়ের পরিকল্পনা তামিমের
প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
তামিম ইকবাল গত তিন বছর বিসিবিতে এসেছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে তাঁকে শেষ দেখা গেছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালে। এর পর তো ঘটনাবহুল সময় কেটেছে তাঁর। বিসিবিতে আসার সুযোগও পাননি।
প্রায় এক মাস পর রোববার মিরপুরে দেখা গেল বাঁহাতি এ ওপেনারকে। এ সময়ের ভেতরে অধিনায়কের বাহুবন্ধনীও ফেরত দিতে হয়েছে বিসিবিকে। সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক এদিন বিসিবিতে এসেছিলেন চোট পুনর্বাসন নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে আলোচনা করতে।
বোর্ডের একজন কর্মকর্তা জানান, তামিমের কোমরের চোট পর্যবেক্ষণ করে দেখেছেন বায়েজিদ। তিনি বলেন, তামিম আশা করছে সে দ্রুতই পুনর্বাসন শুরু করতে পারবে। বাঁহাতি এ ওপেনারের ইনজেকশন নেওয়া ও বিশ্রামের এক সপ্তাহ শেষ হয়েছে শুক্রবার।
এখন তিনি হালকা ব্যায়াম শুরু করবেন ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী। ২১ আগস্ট থেকে হালকা ব্যাটিং করার পরিকল্পনা তার। অবশ্য এশিয়া কাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় তাড়াহুড়ো নেই তামিমের।
নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে খেলার জন্য ফিট হতে এক মাসের মতো সময় পাচ্ছেন দেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে রানের মালিক তামিম। এশিয়া কাপ শেষ করে জাতীয় দল দেশে ফেরার পর সেপ্টেম্বরে কিউইদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ টাইগারদের।