শেখ হাসিনা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির কথা ভাবেন : এড. রনজিত সরকার
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ
সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির কথা ভাবেন। তিনি নির্বাচন নিয়ে ভাবেন না, আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দেওয়া নিয়ে তিনি সব সময় ভাবেন। পরিবর্তনের আরেক নাম শেখ হাসিনা।
তিনি আরো বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে । ১৪ বছরের সফল নেত্রী শেখ হাসিনা এ দেশের রাজনীতির একটি ইতিহাস। সাহস আর সততা দিয়ে নিজস্ব অর্থায়নে তিনি পদ্মা সেতু করেছেন। ঢাকায় মেট্রোরেল হয়েছে। কর্ণফুলী টানেলের কাজ শেষ।
বিএনপির এখন টার্গেটই একদফা- সরকার হঠাও ক্ষমতা দখল কর। যতই চেষ্টা করুক না কেন, আমরা সংবিধানের বাইরে যাব না । ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতেই হবে। এর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন প্রচার ও উঠান বৈঠকে এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন বিভিন্ন গ্রামে, কাউকান্দি বাজার, আনন্দ বাজার, বড়ছড়া, নতুন বাজার, শ্রীপুর বাজার, আনন্দ বাজার, বাগলী বাজার সহ বিভিন্ন বাজারে দিনব্যাপী উঠান বৈঠক ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কার্মকান্ডের বিভিন্ন বিষয়ে প্রচার-প্রচারণাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, আনোয়ার হোসেন, সদস্য আজিজুল হক, বাদল দেবনাথ, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বীরমুক্তিযুদ্ধা কমান্ডের সহ-সভাপতি হাজী রফিক, কুতরত আলী, দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দর রহিম, ১নং ওয়ার্ড সভাপতি ফরেজ উদ্দিন, সাবেক সভাপতি যুবলীগের হারুন, সাংগঠনিক সম্পাদক আইন উদ্দিন, মনছুর আলী, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন, সহ-সভাপতি শহীদ মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল জব্বার, বালীজুরী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, যুবলীগ নেতা, সুজিত, খোকন চক্রবর্তী, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষক লীগের রইছ সরকার, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রঞ্জু সেন, সাধারণ সম্পাদক রতন, ২নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল ইসলাম, মৎসজীবি লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমানুল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া, দক্ষিণীপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শামীম প্রমুখ।