ভাটি অঞ্চলের প্রকৃত দরদি শেখ হাসিনা : শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট: পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, ‘আমরা ভাটির মানুষ, গ্রামের মানুষ আমরা জানি- আমাদের প্রকৃত দরদি শেখ হাসিনা। তাই নিজেদের স্বার্থে দরকার শেখ হাসিনার সরকার। আরও সড়ক, আরও পুল আরও হাসপাতাল আরও স্কুল মাদরাসা-মসজিদ, মন্দির, গোরস্থান, শ্মশান এগুলো তো আমরা চাই। সেজন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।’
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রথপাড়া ও ছয়হারা গ্রামের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন শেষে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের ভাটি অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে যা কেউ অস্বীকার করতে পারবে না। যারা ঢিল মারে, আগুন জ্বালায়, অবরোধ দেয়, রাস্তা-ঘাটে সিএনজি ভাঙে তারাও এটি অস্বীকার করতে পারবে না। যা দেখা যায় সেটা কীভাবে অস্বীকার করবে। সড়ক, সেতু, ঘরে ঘরে বিদ্যুৎ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, গ্রামে গ্রামে হাজার হাজার টিউবওয়েল ও স্যানিটেশন, কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ওষুধ প্রদানসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সকল সরু সেতু ভেঙে বড় করা হচ্ছে। আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকারের এই উন্নয়ন চিত্র কেউ অস্বীকার করতে পারবে না।’
গ্রামের বয়োজ্যেষ্ঠ প্রতি অনুরোধ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা গ্রামে বসবাস করেন, আপনারা গ্রামের নেতা, আপনাদের কথা মানুষ শুনে ও বিশ্বাস করে। আপনারা সত্য কথাটা মানুষকে জানাবেন। কারও কুপরামর্শে আমরা নিজের ক্ষতি করব না।’
এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতারা।