সুনামগঞ্জে বিএনপির ৮০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৪৫ নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) রাতে সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক মতিউর রহমান বাদী হয়ে এ মামলা করেন। আসামিদের মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রবিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে তাঁদের পুলিশ বাধা দেয়।
এসময় তিন দিক থেকে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সাত পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে মামলা করেছেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম নূরুলকে। এছাড়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীকেও আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।