বাফুফেকে এনএসসি’র ২৫ বছরের সম্মতি
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
ক্রীড়া ডেস্ক:
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন মাঠে কৃত্রিম টার্ফ পুনরায় সংস্থাপন প্রয়োজন। এজন্য বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে দুই স্থাপনা আরো ২৫ বছর লীজ নেয়ার আবেদন জানায়। জাতীয় ক্রীড়া পরিষদ সেই আবেদন পর্যালোচনা করে মঞ্জুর করেছে। আজ আনুষ্ঠানিক এক সম্মতিপত্রের মাধ্যমে বাফুফেকে দুই স্থাপনা পরবর্তী ২৫ বছর ব্যবহারের জন্য অনুমতি প্রদান করেছে সরকারি এই ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা।
জাতীয় ক্রীড়া পরিষদ নতুন এই সম্মতিপত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে। বাফুফে ফুটবল উন্নয়ন ও পরিচালনা কর্মকান্ড করতে পারলেও বাণিজ্যিক কোনো কাজ করতে পারবে না। বাফুফেকে এই শর্ত মেনেই ২৫ বছর এই স্থাপনা ব্যবহার করতে হবে।
জাতীয় ক্রীড়া পরিষদের সম্মতিপত্র পেয়ে বাফুফে এখন ফিফার সঙ্গে আলোচনা করবে। টার্ফ স্থাপিত হবে ফিফার অর্থায়নে। ফিফার অন্যতম শর্ত জমির মালিকানা বা ব্যবহার স্বত্ত্ব ফেডারেশনের অধীনে থাকতে হবে। বাংলাদেশের জাতীয় সকল স্থাপনাই জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতি পাওয়ায় এখন ফিফার প্রজেক্ট বাস্তবায়নে আর বাধা নেই ফুটবল ফেডারেশনের।
ফিফার সঙ্গে বাফুফের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে আরো কয়েক মাস লাগবে। নতুন বছরের ফেব্রুয়ারি-মার্চের দিকে টার্ফ পুনঃস্থাপনের কাজ শুরু হবে। আজ জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে সচিব পরিমল সিংহ এবং বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসনে তুষার সম্মতিপত্র আদান-প্রদানের সময় উপস্থিত ছিলেন।